flowers

"Learn More Explore More" Scholarship Project Overview

বানিজ্যিক নগরী চট্টগ্রামকে প্রযুৃক্তি নগরীতে রুপান্তরের লক্ষ্যে দশম বারের মত Mobile Apps Development 'র উপর প্রশিক্ষণ কর্মসূচী তে Scholarship নিয়ে ভর্তির সুযোগ ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর লক্ষ্য দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর। দেশের আইসিটি খাতকে আরো উন্নত করা যাতে অধিকাংশ সেবাই ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেওয়া যায়। এছাড়াও আরো একটি উদ্দেশ্য দেশের তরুণ প্রজন্ম যাতে ঘরে বসেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাতে অর্থ উপার্জন করতে পারে। এইজন্য সরকার বিভিন্ন ভাবে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন যা আজ বিশাল সাফল্যলাভ করে।

2025 সাল নাগাদ বৈশ্বিক Mobile Application মার্কেটের আকার হবে প্রায় 900 বিলিয়ন মার্কিন ডলার। বর্ত্তমান সরকারের লক্ষ্য তার ১% অর্থ দেশে আনা হবে । তারই লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু অধিকাংশ Mobile Apps Development র প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল যার কারণে ইচ্ছা থাকার স্বত্ত্বেও অনেকই তা গ্রহন করতে পারছে না। সরকারের এই উদ্যোগকে সহযোগীতা করে এই কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে Stamasoft (Chief Technical Officer), যে কিনা ICT DIVISION র LICT, App development and monetization, marketing and management সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে, তাহার উদ্যেগে খুবই অল্প খরচে দশম বারের মত Mobile Apps তৈরির প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এতে রয়েছে বৃত্তির সুবিধা সহ Mobile Apps থেকে অর্থ উপার্জন করার উপায় শিখানো। তাছাড়াও চট্টগ্রামে নির্মিতব্য হাইটেক পার্কে অধিকাংশ যুবকের যাতে কর্মসংস্থান হয় তার জন্যও তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সাধারণত অধিকাংশ এধরনের কর্মসূচি ঢাকা কেন্দ্রিক হওয়ায় চট্টগ্রামের তরুণরা বঞ্চিত হয়।

চট্টগ্রামের মেধাবী তরুণ-তরুণী , যারা প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক , তাদের জন্য আমরা Stamasoft Technologies ‘র অধিনে Stamasoft Academy গত তিন বছর যাবত নানা সুযোগ সুবিধা ও গাইডলাইন দিয়ে যাচ্ছি। আমাদের এই প্লাটফর্ম থেকে বেশ কিছু শিক্ষার্থী ক্যারিয়ারে অসাধারণ অগ্রগতি করেছে এবং তাদের অনেকেই বর্তমানে দেশী-বিদেশী স্বনামধন্য আইটি ফার্মে কর্মরত আছে।

PURPOSES:

We have two definite purposes:

Workflow

flowers

Terms and Condition

Scholarship Available - [ ONLY Chattogram zone]

condition